রেনেসাঁ

0:00 / 0:00
রেনেসাঁ কাব কা বাত্ ভাই !
নতুন নতুন শব্দ শিখেছে জনমানস;
ছুঁড়ে দিচ্ছে নিষিদ্ধ পল্লীর ভিড়ে।
নবোদয় এখন কালো কাপড় পড়ে।
তবুও আশায় একফোঁটা রক্তের দাগ
শ্রীমন্দিরের কোনে কারা যেন মুখ গুঁজেছে।
কাল অপরাপর ফুল ফুটবে, ফল ধরবে
পুজো হবে
শ্রীমূর্তির নতুন অঙ্গসজ্জার দৃশ্যে