চেতনার বোধন
- দীপংসু দাস
— পথিকৃৎ মান্না, দ্বিতীয় বর্ষ, অণুজীববিদ্যা বিভাগ
সীতা উদ্ধারের জন্য দেবতারা রামচন্দ্রকে মহামায়ার শরণাপন্ন হওয়ার পরামর্শ দিলে, রামচন্দ্র দেখলেন দেবীর পূজার প্রশস্ত সময় পার হয়ে গেছে। কারণ আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পর্যন্ত দেবতাদের রাত্রিকাল, এই সময় নিদ্রিত থাকেন তারা।
কিন্তু এই বোধন কি পৌরাণিক আখ্যান মাত্র! নাকি তার ভেতরে কোনো গুঢ় যৌগিক তত্ত্ব লুকিয়ে আছে?এর উত্তরে আমাদের শাস্ত্রই আমাদের জানায় এই বোধনের এই বিল্ববৃক্ষ এক রূপক, আদতে এই বেলগাছ আমাদের সুষুম্নাকাণ্ডের প্রতিরূপ যার তলায় মহামায়া দুর্গার মতই ঘুমিয়ে আছেন আমাদের যোগশক্তি কুলকুণ্ডলিনী! বোধনের মন্ত্রে তাকে জাগিয়ে তুললে,তিনি ষট্চক্র আরোহন করে সহস্রারে স্থিত হলেই তিনি আমাদের নীতিবোধ,ন্যায়ের প্রতিমূর্তি রামচন্দ্রকে বরদান করবেন, যার বিচক্ষণতার ধনুকে কর্তব্যের শরসন্ধানে ষড়রিপুরূপ রাবণ।
আবার আজকের সমাজকে যুক্তিবোধের আয়নার সামনে দাঁড় করালে স্পষ্ট হয়ে ওঠে সেরূপ শত রাবণের সদ্ বিম্ব । মানুষ দেখে, মানুষ কাঁদে, চোখের জলকে নেহাতই অজুহাত গণ্য করে কৃত্রিম হাসি মুখোশে মাখিয়ে আঁচড়ায় চুল, ওই আয়নার সামনেই। কিন্তু অকস্মাৎ হৃদয় উপত্যকায় যদি ঝরে পড়ে জলরাশি, রিখটার স্কেলের অংক গুলোকে ছাপিয়ে কম্পন প্রতিফলিত হয় যদি আঙুলের করে, তবে জেনো, প্রতিবেশীর মন একটু হলেও, একঘেয়ে পরাধীনতার গোলকধাঁধা পেরিয়ে, ঘুরে আসবে তার দিকে। আমাদের এবারের ভবন দেওয়ালপত্রিকা 'বোধন' - এর বিষয়ও বোধন, যেখানে আমরা বার্তা দিয়েছি এভাবেই ঘুম ভাঙার, বারংবার কড়া নেড়ে মানুষের জেগে ওঠার, মানুষের প্রতিবেশীর জেগে ওঠার, হঠাৎ করেই, মাঝরাতে। "বোধন" হোক অকালে — ভিতরে, আর বাইরে...। পদদলিত একরাশ ক্ষেদ, অনুতাপ এবং বিবেকদংশন অন্তর থেকে বেরিয়ে আসে তীক্ষ্ণ তরবারি ন্যায়, আগুন জ্বালাক, চেপে রাখা কন্ঠ উচ্চস্বরে বলে উঠুক,
"আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই
স্বজন হারানাে শ্মশানে তােদের
চিতা আমি তুলবােই।"
- দীপংসু দাস
- Biprodeep Banerjee UG-2
- পৃথ্বীরাজ মল্লিক, দ্বিতীয় বর্ষ, প্রাণীবিদ্যা বিভাগ
--অভ্রনীল গজেন্দ্র মহাপাত্র। দ্বিতীয় বর্ষ, সংস্কৃত
- কৃশানু মণ্ডল, দ্বিতীয় বর্ষ, প্রাণীবিদ্যা বিভাগ
-पारिजात-मिश्र: स्नातकद्वितीयवर्ष: संस्कृतविभाग:
কুন্তল সর্দার
সঞ্জয় মুর্মু , বিভাগ: সংস্কৃত, দ্বিতীয় বর্ষ
স্বপ্নেন্দু সাঁই
-বিশ্বকর্মা সিং, প্রথম বর্ষ, বাংলা বিভাগ
-রামজিৎ হেমব্রম, প্রথম বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান
-Rupayon Haldar UG2
— অর্ক ঘোষ, প্রথম বর্ষ, গণিত বিভাগ
-শুভঙ্কর পাল
স্পন্দন উপাধ্যায় , প্রথম বর্ষ, অর্থনীতি বিভাগ
— সূর্য্য মন্ডল (UG 2, Bangla)
— সাম্য গোলদার, বাংলা দ্বিতীয় বর্ষ
— ইন্দ্রনীল সেন, বাংলা বিভাগ, প্রথম বর্ষ
— যীশু মন্ডল, প্রথম বর্ষ, বাংলা বিভাগ