আগমনী

0:00 / 0:00
সমাজের আদি বিল্ববৃক্ষে পচন ধরেছে আজ
মায়ের পূজার বেদী জুড়ে নাচে সতেক দৈত্য রাজ
সব শেষ হয়ে যাওয়ার আগে তবুও স্বপ্ন দেখি
সব ব্যর্থতা ব্যর্থ করে জাগার মন্ত্র শিখি।
দুঃশাসন মরেনি আজও, পাল্টে যে শুধু রূপ
অবক্ষয়ের পাহাড়ে জমেছে মৃত শরীরের স্তূপ
এই শ্মশানের বুকে কি তবে মায়ের আসন সাজে?
হাহাকারের মাঝেই কি তবে আগমনী গান বাজে?
ষটচক্রের দ্বারে দ্বারে আজ আঘাত করার পালা,
প্রমথনাথের কন্ঠে জমেছে অযুত বিষের জ্বালা,
হাজার যুগের সুপ্তি মা গো সমূলে বিনাশ করো
যত কুশাসক রসাতলে যাক; আবার ত্রিশূল ধরো।
রাতের পরে নতুন সূর্য হবেই উদীয়মান
সেই তো আমার বোধন মাগো! সেই আগমনী গান।