RKMVM Logo

Ramakrishna Mission Vidyamandira

Puja Magazine

বোধন - বিনয় ভবন

শহর, জেগেছ?

— অর্ক ঘোষ, প্রথম বর্ষ, গণিত বিভাগ

puja

শহর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে,
ক্লান্ত নাগরিক, গাছপালা, ইমারত নিওন আলো মেখে
থাকে দাঁড়িয়ে।
ঠিক এইসময়ে কিছু অসামাজিক হাত সাময়িক উত্তেজনা ছড়ায়,
আকাশ জুড়ে কালো বাষ্প, দমবন্ধ পরিবেশ।

একবিংশ শতকে এসেও মানুষের হাতবদল হয় মানুষ,
আমরা লজ্জা পাইনা,
নিজেদের মস্তিষ্কের প্রশংসা করি।
অবশ্য প্রগতিশীল মানুষেরা দারুণ, অসম্ভব কিছু প্রতিবাদ করে,
যেগুলো পুরোটাই ফাঁপা।
তখন পুরো জাতিটা বোধনের আগুনের ভাগ চায়,
সহসা জেগে ওঠে আমাদের ঐতিহ্য, থিম, সাবেকিয়ানা।
আনন্দের আতিশজ্যে নতুন বোধন পৃথিবীর আলো দেখে,
শহর সেজে ওঠে।

← Back to This Year’s Articles