আজও

0:00 / 0:00
মা গো ,
আজও কবে হবে তোমার বোধন
আজও সাধু রূপ ধরে রাবণ
আজও করে সে সীতার হরণ
আজও লক্ষণরেখা শুধু কুটিরেই সীমাবদ্ধ
আজও শোনা যায় যে সীতার আর্তনাদের শব্দ
আজও দেব ঋষিগণ থাকে যে চুপটি করে
আজও রাবণের সাথেও শুধু জটায়ুই লড়ে
আজও তো সে মারা যায় ডানা কাটা পড়ে
তাই ,
আজ জাগো মা সবার মনের কোণায়
আর থেকো না শুধু এই প্রতিমায়
এ বিপদে সন্তানের রে আর একলা ফেলো না কো
মা তুমি আজ জাগো
আজ জাগো মা সবার ঘরে
আজ জাগো এ পথের অন্ধকারে
নচেৎ আজও ব্যর্থ পবনপুত্রের একশো আট নীল কমল খোজা
আজও অসম্পূর্ণ রঘুনাথের অকালবোধন পূজা