RKMVM Logo

Ramakrishna Mission Vidyamandira

Puja Magazine

বোধন - বিনয় ভবন

সম্প্রীতির ডাক

— অরুণাভ ঘোষ, প্রথম বর্ষ, অর্থনীতি

puja
0:00 / 0:00
   

রজতবাবুর মুখটা বিরক্তিতে কুঁচকে গেল। যে সিটটায় তিনি বসতে যাচ্ছিলেন, ঠিক তার আগেই সেই সিটে একজন বসে পড়েছে। রজতবাবুর বিরক্তি কিন্তু সেইজন্য নয়। যিনি ওই সিটে বসলেন তাঁর একমুখ দাড়ি। পরনে একটা লুঙি। "দাড়ি দেখেই চেনা যায়", রজতবাবু ভাবলেন। "কেন যে ব্যাটারা এদেশে..." রজতবাবু বিরক্ত। বাসের হাতল ধরে দাঁড়িয়ে পড়লেন।

গত কয়েক মাস ধরে ট্রেনে যাতায়াতের সময় লোকজনের কথাবার্তা শুনে তাঁর মধ্যে বিশেষ এক সম্প্রদায়ের বিরুদ্ধে এক বিরূপ মানসিকতা তৈরি হয়েছে। তাঁর মতে, সামাজিক বিভিন্ন সমস্যা ও জাতীয় বিপর্যয়ের জন্য একমাত্র সেই নির্দিষ্ট গোষ্ঠীই দায়ী।

সামনেই দুর্গাপুজো। রজতবাবু ফিরছেন অফিস থেকে। আজ খুব চাপ গেছে। ক্লান্ত রজতবাবু চারদিকে তাকালেন । হঠাৎ তাঁর চোখ আটকে গেল। হলুদ জামা পরা লোকটার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে পাশের সাদা জামা পরা লোকটা। কেউ ব্যাপারটা লক্ষ্য করছে না। "পকেটমার!"— চেঁচাতে গিয়েও আটকে গেলেন রজতবাবু।উত্তেজিত হয়ে নিজেই ধরতে গেলেন পকেটমারকে। আর তখনই "পকেটমার!" চেঁচিয়ে উঠল সাদা জামা পরা লোকটা, যাকে ধরতে গিয়েছিলেন রজতবাবু। তার আঙুল রজতবাবুর দিকে স্থির।

রজতবাবু হতভম্ব হয়ে গেলেন। সবাই তাঁরই দিকে তাকিয়ে। বাসের মধ্যে মৃদু গুঞ্জন শুরু হয়েছে। একজন লোক এগিয়ে এসে রজতবাবুর কলার ধরল। আরও কয়েকজন এগিয়ে এল। রজতবাবু প্রতিবাদ করতে গিয়েও পারলেন না। অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছেন। বুঝতে পারলেন, যে তাঁর কলার ধরেছে সে তাঁর আগে সিটে বসা ব্যক্তি। সে তাঁকে দরজার কাছে টেনে নিয়ে এল। গোলমাল দেখে ড্রাইভার গাড়ি থামিয়েছে। লোকটি তাঁকে দরজার কাছে এনে হঠাৎ কানের কাছে ঝুঁকে পড়ে বলল " পালিয়ে যান। আমি সব দেখেছি। কিন্তু কেউ বিশ্বাস করবে না....যাঃ! যাঃ!পালিয়ে গেল যে"।

সন্ধ্যাবেলা। রজতবাবু বাড়ি ফিরছেন শিউলি ঝরা পথের উপর দিয়ে।তাঁর মনের গ্লানি কেটে গেছে। দুরে ঢাক বাজছে।ভেসে আসছে মায়ের ভালবাসার, সম্প্রীতির ডাক।

← Back to This Year’s Articles