RKMVM Logo

Ramakrishna Mission Vidyamandira

Puja Magazine

বোধন - বিনয় ভবন

হায়রে দুর্গাপূজা

বিশ্বকর্মা সিং, প্রথম বর্ষ, বাংলা বিভাগ

puja
0:00 / 0:00
   

বাঙালিদের বড়ো উৎসব দুর্গাপূজা,
সকলে করেন মায়ের আরাধনা।
চোখ ধাঁধানো বহু মণ্ডপের আবির্ভাব,
চলতে থাকে বহু মানুষের আনাগোনা।

কেমনভাবে কাটান পুজো
যারা গ্রামবাংলার দীন।
অর্থের অভাবের কারণে
গোপনে অশ্রু ফেলেন সেদিন।

ধূলিমলিন জামা পরা ছেলেটি দেখে
বড়লোকেরা কিনছে নতুন পোশাক।
"মা-মা নতুন শাড়ি নেবে না?"
"এই বছর পুরোনোটাই থাক।"

বড়ো বড়ো দোকানে খাওয়ার ইচ্ছা
চাপা পড়ে থেকে যায় মনে।
গ্রামবাংলার মানুষকে জাগ্রত করো মা
প্রণাম জানাই তোমার রাঙা চরণে।

← Back to This Year’s Articles