হায়রে দুর্গাপূজা

0:00 / 0:00
বাঙালিদের বড়ো উৎসব দুর্গাপূজা,
সকলে করেন মায়ের আরাধনা।
চোখ ধাঁধানো বহু মণ্ডপের আবির্ভাব,
চলতে থাকে বহু মানুষের আনাগোনা।
কেমনভাবে কাটান পুজো
যারা গ্রামবাংলার দীন।
অর্থের অভাবের কারণে
গোপনে অশ্রু ফেলেন সেদিন।
ধূলিমলিন জামা পরা ছেলেটি দেখে
বড়লোকেরা কিনছে নতুন পোশাক।
"মা-মা নতুন শাড়ি নেবে না?"
"এই বছর পুরোনোটাই থাক।"
বড়ো বড়ো দোকানে খাওয়ার ইচ্ছা
চাপা পড়ে থেকে যায় মনে।
গ্রামবাংলার মানুষকে জাগ্রত করো মা
প্রণাম জানাই তোমার রাঙা চরণে।