RKMVM Logo

Ramakrishna Mission Vidyamandira

Puja Magazine

বোধন - বিনয় ভবন

মনুষ্যত্বের বোধন

— সূর্য্য মন্ডল (UG 2, Bangla)

puja

জাগো হে মানুষ, খুলে দাও চোখ,
অশুভের অন্ধকার করুক শোক।
লাভার বন্ধনে হারিও না প্রাণ,
দুর্গা মা আসছে করিতে দান।

ত্রিশুল হাতে ভয় জাগাতে নয়,
করুণা আলোকে দেয় মধুর নয়।
মমতার স্রোতে ভরুক সব প্রাণ
মানুষের মাঝে হোক জ্ঞান দান।

রক্ত নয়, চাই স্নেহধারা
প্রেমে ভরে উঠুক ভুবনধারা।
অসুর দমনে হোক অশুভের নাশ,
হৃদয়ে ভরে উঠুক মনুষ্যত্বের বাক্যবাণ।
দুগ্গা মায়ের মন্ত্র শুধু এই—
মানবতাই নিহিত দেবীর ছাই।
হিংসা ত্যাগ করে দাও ভালোবাসা
মনুষ্যত্বেই মিলুক মুক্তির আশা।

← Back to This Year’s Articles