অকাল বোধন

0:00 / 0:00
শোষিত শ্রমিকের ঘামে, নিপীড়িত মায়ের দুঃখে,
অকাল বোধন আজ হোক চারিদিকে।
যেথায় দগ্ধ হয় সত্য, সেথায় সব পুজো হয় ব্যর্থ
ন্যায় লুন্ঠিত আজ, সংগ্ৰামী চোয়াল করো শক্ত।
সভ্য সমাজ নিঃশ্চুপ; প্রতিবাদে তুমি-আমি;
অসময়ে জেগে ওঠে অন্তর্যামী।
বেনিয়মই নিয়ম যখন, অন্যায়ের প্রবল প্রভাব,
সময় তখন তুচ্ছ, অসময়েই হোক তাঁর আর্বিভাব।
সে আসবে; ধরাধাম শুষ্ক আজ, বিশ্বমাতা কাঁদে
ধূপ-ধুনোয় নয় তুষ্ট হবে বজ্রকন্ঠ প্রতিবাদে।
← Back to This Year’s Articles