RKMVM Logo

Ramakrishna Mission Vidyamandira

Puja Magazine

বোধন - বিনয় ভবন

বনে যদি ফুটল কুসুম

-Rupayon Haldar UG2

puja
0:00 / 0:00
   

বনে যদি ফুটল কুসুম
পিঠে উজ্জ্বল অস্মিতা,
রামচন্দ্র আজ লেট-লতিফ,
রাবণ ফায়দা তোলে রামের মূর্খতার----
চেপে ধরে নতুন গুরুজনেরা;
বনে কুসুম ফুটলেও
নাতিশীতোষ্ণ জলবায়ু প্রায় নেই।
চেতনা ভুলে গেছে ডেডলাইন,
কুণ্ডলিনী চক্রে যান্ত্রিক নীরবতা,
বিলাসিতা খুঁজে মেখে নি মিঠে রোদ।
এক ঝাঁপে বোধন,
বাকি যুদ্ধটা ইন্টারনালে আপডেট হয়।

← Back to This Year’s Articles