RKMVM Logo

Ramakrishna Mission Vidyamandira

Puja Magazine

বোধন - বিনয় ভবন

আমার মা 'র বোধন

যীশু মন্ডল, প্রথম বর্ষ, বাংলা বিভাগ

puja
0:00 / 0:00
   

১. বোধন - শব্দটা শুধু শব্দ নয় রে, মা আমার; বোধন - মানে হল নবজাগরণ, বোধন - মানে হল নতুনের আগমন।v বোধন - মানে কখনও 'ভয় না পাওয়া'
বোধন - মানে 'তিলের মধ্যে কখনো বা উত্তমা'।
বোধন – মানে ক্ষুধার্ত সমাজের দিশারী,
বোধন – মানে 'রঙিন মানুষের' মনে লোভ, হাতে কুঠারি।।

​२. মা তুই উঠতে চাস যদি জেগে, তবে,
আমি হব রাম, করব আহুতি,
দেব বাম লোচন।
সমাজে যাদের চলছে রঙ্গ
ঐ যে দাড়ায়ে নৃপত্তির অঙ্গ,
কর চূর্ণ দেহখানি।
তবেই আমরা শান্তি পাব
উদর ভরে অন্ন খাব
রইব না আর গৃহ ছাড়া, কারণ,
'মা' দিয়েছে পুজোয় সাড়া।।

​৩. মা থাকবে না ঘুমায়ে,
বিচারকের আসন দুলায়ে,
উঠবে জেগে।
করব মোরা আনন্দ উৎসব
ঘুরবে নিশিতে নারীরা সব
তবেই সার্থক হবে মায়ের 'বোধন' উৎসব ।।

← Back to This Year’s Articles