আমার মা 'র বোধন

0:00 / 0:00
১.
বোধন - শব্দটা শুধু শব্দ নয় রে, মা আমার;
বোধন - মানে হল নবজাগরণ,
বোধন - মানে হল নতুনের আগমন।v
বোধন - মানে কখনও 'ভয় না পাওয়া'
বোধন - মানে 'তিলের মধ্যে কখনো বা উত্তমা'।
বোধন – মানে ক্ষুধার্ত সমাজের দিশারী,
বোধন – মানে 'রঙিন মানুষের' মনে লোভ, হাতে কুঠারি।।
२.
মা তুই উঠতে চাস যদি জেগে, তবে,
আমি হব রাম, করব আহুতি,
দেব বাম লোচন।
সমাজে যাদের চলছে রঙ্গ
ঐ যে দাড়ায়ে নৃপত্তির অঙ্গ,
কর চূর্ণ দেহখানি।
তবেই আমরা শান্তি পাব
উদর ভরে অন্ন খাব
রইব না আর গৃহ ছাড়া, কারণ,
'মা' দিয়েছে পুজোয় সাড়া।।
৩.
মা থাকবে না ঘুমায়ে,
বিচারকের আসন দুলায়ে,
উঠবে জেগে।
করব মোরা আনন্দ উৎসব
ঘুরবে নিশিতে নারীরা সব
তবেই সার্থক হবে মায়ের 'বোধন' উৎসব ।।