RKMVM Logo

Ramakrishna Mission Vidyamandira

Puja Magazine

বোধন - বিনয় ভবন

সামাজিক বোধন

কুন্তল সর্দার

puja
0:00 / 0:00
   

বোধন কথাটির আক্ষরিক অর্থ হল জাগরণ। কিন্তু বোধন বলতে বর্তমান সমাজে আমাদের চিন্তাযন্ত্রে কেবলমাত্র প্রভু শ্রী রামচন্দ্রের অকাল বোধন এর কাহিনীটি আসে না। জেগে ওঠে সমাজের সমসাময়িক পরিস্থিতির বিরুদ্ধে ফুলে-ফেঁপে ওঠা স্বপ্ন।

বর্তমান সমাজে এই বোধনের অর্থ শুধুমাত্র ধর্মীয় আচার নয়।বোধন মন্ত্রের মূল উদ্দেশ্য হল মানুষের আত্মজাগরণ তথা ন্যায়-নীতি ও বোধের জাগরণ। বোধনের লক্ষ্য কেবল রাবণ বধ নয়। রাবণের দশাননের মতো দুর্নীতি,অন্যায়,হিংসা,অসহিষ্ণুতা,ক্রোধ, মোহ,অহংকার, নারীর প্রতি অবমাননা ইত্যাদির বিনাশ। সমাজমনস্ক মানুষ হওয়াটাই আজকের দিনের মূল বোধন। তবেই গড়ে উঠবে “ধন-ধান্যে পুষ্পে ভরা” রাজ্য। উত্তোলিত হবে সুশাসনের ধ্বজা এবং সার্থক হবে দেবীর অকালবোধন।

← Back to This Year’s Articles