ঘুম থেকে ওঠো

0:00 / 0:00
ঘুম থেকে ওঠো
ঘুম , যে ঘুমে জং লেগে গেছে , মগজের ধমনীতে
চোখের পাতায় বসে আছে বিজ্ঞাপনের ধুলো ,
কানে ঢুকে আছে সস্তা মিথ্যের বীজ।
ওঠো
তোমার শিরদাঁড়া এখন কাঁটাতারের বেড়া ,
তোমার হাত এখন ভোটের দিন গরিব কে মারে ,
তোমার মুখে এখন কেবল কর্পোরেট কাব্যের বমি।
যখন রাস্তায় মৃতদেহ পড়ে থাকে ভাতের জন্য
যখন তোমার শহরে হাসপাতালের চাদর ও ভাড়া খায় ,
যখন কৃষকের চোখে জমে ওঠে লাল জল ,
তখন বোধন মনে মিছিল
বোধন মানে আগুন
বোধন মানে নিজের বুক কেটে পথ বানানো ।